ফ্লোটিলার সবগুলো নৌযান আটক করল ইসরাইল

গাজা থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল (২২২ কিলোমিটার) দূরে নৌযানগুলোকে আটক করেছে ইসরাইলি নৌবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন

গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) থাউজেন্ড ম্যাডলিনসের সবগুলো নৌযান আটক করেছে ইসরাইলি নৌবাহিনী। বুধবার (৮ অক্টোবর) ভোরে গাজা থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল (২২২ কিলোমিটার) দূরে নৌযানগুলোকে আটক করা হয়েছে।

ফ্লোটিলা ট্র্যাকার অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী মিশনের নয়টি নৌযানের সবগুলোকেই আটকে দিয়েছে।

আন্তর্জাতিক সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, ‘ইসরাইলি দখলদার বাহিনী আন্তর্জাতিক পানিসীমায় আবারো যুদ্ধাপরাধ করেছে। আমরা থামব না। গাজায় গণহত্যা বন্ধ করতে হবে ও অবরোধ ভাঙতে হবে।’

থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা ক্যাম্পেইনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি সেনাবাহিনী নয়টি নৌযানের উপর আক্রমণ চালিয়েছে। নৌযানগুলোর মধ্যে রয়েছে আবদেলকারিম ঈদ, আলা আল-নাজার, আনাস আল-শরিফ, গাজা সানবার্ড, লেইলা খালেদ, মিলাদ, সোল অফ মাই সোল, উম সাদ ও কনশানস।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, নৌবহর ও এর অভিযাত্রীদের একটি ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।’

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর আগে জানিয়েছিল, গাজা উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে ভোর ৪টা ৩৪ মিনিটে ইসরাইলি সেনাবাহিনী গাজা সানবার্ড, আলা আল-নাজার ও আনাস আল শরীফ- এই তিনটি নৌযান আক্রমণ করেছে এবং অবৈধভাবে আটক করেছে।

কোয়ালিশনের ইউটিউব চ্যানেলের একটি লাইভস্ট্রিমে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে গাজা সানবার্ডে অভিযান চালাতে দেখা গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি