গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বিষয়ে সতর্ক করলো জাতিসঙ্ঘ

ইসরাইল কর্তৃক আরোপিত আর্থিক সম্পদের তীব্র অভাব এবং ব্যাপক বিধিনিষেধের কথা উল্লেখ করেছে জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ ভবন
জাতিসঙ্ঘ ভবন |সংগৃহীত

ইসরাইল কর্তৃক আরোপিত আর্থিক সম্পদের তীব্র অভাব এবং ব্যাপক বিধিনিষেধের কথা উল্লেখ করেছে জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।

জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউএনআরডব্লিউএ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ, গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ এবং লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর জীবিকার জন্য হুমকির বিষয়ে সতর্ক করেছে।

ইউএনআরডব্লিউএ ঘোষণা করেছে, গাজা উপত্যকায় কৃত্রিমভাবে সৃষ্ট দুর্ভিক্ষ অব্যাহত রয়েছে এবং আর্থিক সম্পদের তীব্র অভাব এ অঞ্চলে মানবিক সঙ্কটকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে এসেছে।

ইউএনআরডব্লিউএ মিডিয়া উপদেষ্টা আদনান আবু হাসনা বলেছেন, খাদ্য সঙ্কট বিদ্যমান বিশাল সমস্যার একটি অংশ মাত্র। তিনি জোর দিয়ে বলেছেন যে গাজা, পশ্চিম তীর, সিরিয়া, লেবানন এবং জর্ডানে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ঘাটতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আবু হাসনার মতে, ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রমের ওপর ইহুদিবাদী ইসরাইল কর্তৃক আরোপিত চাপ এবং বিধিনিষেধ সংস্থাটিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

সূত্র : পার্সটুডে