মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত নিয়োগের ঘোষণার পর সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এক এক্সবার্তায় বলেছেন, আমরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করছি। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই মর্যাদা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত একমাত্র গ্রিনল্যান্ডবাসী ও ডেনিশরাই নিতে পারি।
তিনি আরো বলেন, আমরা আশা করি, আমাদের সকল অংশীদার তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং জাতিসঙ্ঘের সনদ ও উত্তর আটলান্টিক চুক্তিতে আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলবে।’
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, আর্কটিক নিরাপত্তা ইইউর গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে রয়েছে। এ বিষয়ে আমরা মিত্র ও অংশীদারদের সাথে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। এই নীতিগুলো কেবল ইউরোপীয় ইউনিয়নের জন্যই নয়। বরং বিশ্বের বিভিন্ন জাতির জন্য অপরিহার্য। আমরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র : আনাদোলু এজেন্সি



