পবিত্র কোরআন হিফজ করা মহান আল্লাহর এক অনন্য নেয়ামত। এই নেয়ামত অর্জন করায় প্রিয় সন্তানের পায়ে চুমু খেলেন উচ্ছ্বসিত এক বাবা।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক আল আরাবিয়া এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে এই মনোমুগ্ধকর দৃশ্য।
তুর্কি প্রেস নামে দেশটির আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তুরস্কের মধ্যঞ্চলীয় শহর কোনিয়ায়।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, পবিত্র কোরআন হিফজ সম্পন্নের পর বাবা ও সন্তানের সাক্ষাৎ হয়। প্রথমে বাবা সন্তানকে বুকে জড়িয়ে শক্তভাবে আলিঙ্গন করেন, এরপর আবেগে নিজ সন্তানের পায়ে চুমু খান তিনি।
দারুণ এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই সন্তান ও বাবাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, সন্তান হাফেজ হলে হাদীস শরীফে কেয়ামতের দিন তার মা-বাবাকে নূরের মুকুট পরানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে। হজরত মুয়াজ জুহানি রা: থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সা: ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তাতে যা আছে সে অনুযায়ী আমল করেছে, তার মা-বাবাকে কেয়ামত দিবসে একটি (নূরের) তাজ (টুপি) পরানো হবে। যদি সূর্য তোমাদের ঘরে প্রবেশ করত, তাহলে ওই সূর্যের আলো অপেক্ষাও ওই টুপির আলো উজ্জ্বলতর হবে। এখন তোমরা চিন্তা করো, যে ব্যক্তি কোরআনের নির্দেশ অনুসারে আমল করে, তার মর্যাদা ও অবস্থা কত উত্তম হবে?’ (আবু দাউদ, হাদীস : ১৪৫৩)



