জাতিসঙ্ঘ শান্তিরক্ষীরা শুক্রবার জানিয়েছেন, ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসঙ্ঘের নির্ধারিত ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এ ঘটনা ঘটল।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এ খবর জানিয়েছে।
অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসঙ্ঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী-ইউনিফিল ‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল’ পরিদর্শন করে।
জরিপে নিশ্চিত করা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। ফলে লেবাননের জনগণ চার হাজার বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না।
ইউনিফিল আরো জানায়, নভেম্বর মাসে শান্তিরক্ষীরা ওই এলাকায় অতিরিক্ত টি-ওয়াল নির্মাণ লক্ষ্য করেছেন।
জরিপে নিশ্চিত করা হয়েছে, ‘ইয়ারুনের দক্ষিণ-পূর্বে নির্মিত দেয়ালের একটি অংশও ব্লু লাইন অতিক্রম করেছে।’
শান্তিরক্ষী বাহিনী ইসরাইলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র : বাসস



