ইসরাইল-মিসর গ্যাস চুক্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে : জাতিসঙ্ঘ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের গণহত্যার যুদ্ধের মধ্যে ইসরাইল ও মিসরের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তির পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

নয়া দিগন্ত অনলাইন
মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ
মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ |সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের গণহত্যার যুদ্ধের মধ্যে ইসরাইল ও মিসরের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তির পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

এক্স অ্যাকাউন্টের এক পোস্টে আলবানিজ বলেছেন, মিসরের ইসরাইল থেকে ৩৫ বিলিয়ন ডলার মূল্যের গ্যাস অধিগ্রহণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, যার মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক জারি করা পরামর্শমূলক মতামতও রয়েছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থনের একটি ‘অবিশ্বাস্য’ ইঙ্গিত এই চুক্তি। রাষ্ট্রগুলোকে মানবতার ওপর মুনাফাকে স্থান দেয়া বন্ধ করতে হবে।

বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের সাথে ৩৪.৭ বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস চুক্তি অনুমোদন করেছেন। তিনি দাবি করেছেন, রফতানি চুক্তিটি ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ চাহিদা পূরণ করবে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এবং ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ৩৪.৭ বিলিয়ন ডলারের চুক্তির ১৮ বিলিয়ন ডলার ইসরাইলের ‘জনসাধারণের কোষাগারে’ যাবে।

এই চুক্তির আওতায় প্রথম চার বছরে প্রতি বছর ১৫৫ মিলিয়ন ডলার সরকারকে দেয়া হবে। ২০৩৩ সালের মধ্যে এটি ১.৯ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা করা হয়েছিল। ইসরাইল যখন ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌমত্ব অস্বীকার করছে সে সময় এই গ্যাস চুক্তিটি করার খবর এলো।

বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, ইসরাইলের সাথে মিসরের নতুন গ্যাস চুক্তিকে এই অঞ্চলে কৌশলগত ও রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। তবে কায়রো জোর দিয়ে দাবি করছে, এই চুক্তিটি একটি বিশুদ্ধ বাণিজ্যিক বস্থা এবং এই চুক্তির কোনো রাজনৈতিক মাত্রা নেই।

২০২৩ সালের অক্টোবরে যখন ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করে, তখন থেকে গাজায় কমপক্ষে ৭০ হাজার ৯২৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৮৫ জনের বেশি আহত হয়েছে।

সূত্র : পার্সটুডে