মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইসরাইল সফরের পরপরই গাজা সিটিতে চূড়ান্ত আঘাত

হামাস নিয়ন্ত্রিত উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে হাজার হাজার সেনা নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |আল জাজিরা

হামাস নিয়ন্ত্রিত উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে হাজার হাজার সেনা নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে সেনাবাহিনী এই তথ্য জানায়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল হামলায় তাদের দু’টি ডিভিশন অংশ নিয়েছে। এ দুই ডিভিশনে হাজার হাজার সেনা রয়েছে।

আল জাজিরা জানিয়েছে, স্থল হামলা শুরুর আগেই গত কয়েক সপ্তাহে গাজা সিটিতে ব্যাপক গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেয়া হয়েছে। এরপর সিটিতে স্থল হামলার আগেই আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরাইলি সেনারা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন। এছাড়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন।

এদিকে, এই যুদ্ধে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ২০০ জন বন্দী হয়েছে। তাদের কিছু বন্দীবিনিময় চুক্তিতে ‍মুক্তি পায়। আর গাজায় ইসরাইলি হামলায় কিছু নিহত হয়। এখনও জীবিত কিছু বন্দী হামাসের হাতে রয়েছে।

সূত্র : আল জাজিরা