ইয়েমেনে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬

ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে বুধবার ইসরাইল হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনের সানায় ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে
ইয়েমেনের সানায় ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে |সংগৃহীত

ইয়েমেনের হাউছি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানিয়েছে, ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ১৬৫ জন।

ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে বুধবার ইসরাইল হামলা চালিয়েছে। এটি ইয়েমেনে ইসরাইল ও ইরান-সমর্থিত হাউছিদের মধ্যে ধারাবাহিক হামলা-পাল্টা হামলার সর্বশেষ ঘটনা।

এর আগে, গত ৩০ আগস্ট সানায় ইসরাইলি বিমান হামলায় হাউছি সরকারের প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এটি ছিল হাউছিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরাইলের প্রথম হামলা।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে হাউছি শাসনের নেতৃত্বে পরিচালিত হামলার জবাবে এই হামলা চালানো হয়েছিল। এসব হামলায় মানববিহীন আকাশযান ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোঁড়া হয়েছিল।

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে দুটি উৎক্ষেপণ, একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন প্রতিহত করেছে। হাউছিরা এই অভিযানের দায় পরে স্বীকার করেছে।

হাউছিদের সামরিক মুখপাত্র বলেন, এই অভিযার ‘আমাদের দেশের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাবের অংশ’।

ইয়েমেনের সর্বাধিক জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হাউছিরা লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। একে তারা গাজার ফিলিস্তিনিদের সাথে তাদের সংহতির পদক্ষেপ হিসেবে অভিহিত করে। তারা ইসরাইলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে, যার বেশিভাগই প্রতিহত করা হয়েছে।

সূত্র : রয়টার্স