পবিত্র কাবা শরিফ তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ভিড় না বাড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সাবাক নিউজ জানিয়েছে, তাওয়াফকারীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে- সেদিকে খেয়াল রেখেই এই আহ্বান জানানো হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কাবা প্রাঙ্গণে সমাগত মেহমানদের উদ্দেশে বলেছে যে, ‘আপনারা কারো ভিড়ের কারণ হবেন না।’
তাওয়াফের সময় হাজরে আসওয়াদের দিকে ‘হাত তুলে ইশারা করলেই যথেষ্ঠ’ বলে জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বলেছে, এ সময় আলাদাভাবে দাঁড়িয়ে চুম্বন বা স্পর্শ করার প্রয়োজন নেই। চুম্বন না করলে তাওয়াফের কোনো ক্ষতি হয় না।
মন্ত্রণালয় আরো জানায়, এই নির্দেশনার মূল লক্ষ্য হলো- মসজিদুল হারামের “মাতাফ” (তাওয়াফের খোলা মাঠ) অংশে ভিড় এড়ানো, চলাচলের গতি বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।’
মন্ত্রণালয় জানায়, তাওয়াফের সময় কোথাও থেমে পড়া সঠিক পদ্ধতি নয়। এটি অন্যদের জন্য বিঘ্ন তৈরি করে। প্রত্যেক হজ ও ওমরাহযাত্রী যেন নিয়ম মেনে চলেন, অন্যদের প্রতি সহনশীল থাকেন এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেন।