ইয়েমেনে ‘গোপন কারাগার’ পরিচালনার অভিযোগ অস্বীকার আরব আমিরাতের

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনে ‘গোপন কারাগার’ পরিচালনার অভিযোগ অস্বীকার আরব আমিরাতের
ইয়েমেনে ‘গোপন কারাগার’ পরিচালনার অভিযোগ অস্বীকার আরব আমিরাতের |বাসস

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরো বেড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ ‘ইচ্ছাকৃতভাবে সাজানো’ এবং ‘সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেয়ার নির্লজ্জ চেষ্টা’।

সোমবার হাজরামাউত প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সঙ্ঘর্ষের পর এসব অভিযোগ ওঠে। পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি।

উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালে ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়। তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে।

গত মাসে হাজরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র স্থলবাহিনী প্রতিহত করে। এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।

সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশী গণমাধ্যমকে হাদরামাউতের গভর্নর বলেন, ‘আমিরাতি বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগার’ আবিষ্কৃত হয়েছে।

জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে, সেগুলো আসলে সামরিক আবাসন, অপারেশন কক্ষ ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এদিকে সৌদি আরব বর্তমানে সরকার-নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলে জনবহুল বিস্তীর্ণ এলাকা এখনো হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : এএফপি/বাসস