মুসলিম দেশগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

তিনি আশা করেন যে শীর্ষ সম্মেলন ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি শীর্ষ সম্মেলনের আগে কাতারে হামাস সদস্যদের ওপর ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপির।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সম্ভব যে ইসলামী দেশগুলো ইসরাইলের ভুয়া শাসনব্যবস্থার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করবে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখবে।’

তিনি আশা করেন যে শীর্ষ সম্মেলন ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’

দোহার উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।