মুসলিম দেশগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি শীর্ষ সম্মেলনের আগে কাতারে হামাস সদস্যদের ওপর ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সম্ভব যে ইসলামী দেশগুলো ইসরাইলের ভুয়া শাসনব্যবস্থার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করবে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখবে।’
তিনি আশা করেন যে শীর্ষ সম্মেলন ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’
দোহার উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।