কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে, এর জন্য আলোচনার প্রয়োজন।
তিনি আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, ‘ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা যুদ্ধের অবসান ঘটাতে একটি মূল লক্ষ্য অর্জন করেছে। তবে কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা ও আলোচনার প্রয়োজন। আমরা আশা করি সবাই পরিকল্পনাটি গঠনমূলকভাবে দেখবে এবং যুদ্ধ শেষ করার সুযোগটি কাজে লাগাবে।’
কাতারের প্রধানমন্ত্রী বলেন, দোহা এখনো হামাসের কাছ থেকে এই পরিকল্পনা নিয়ে কোনো জবাব পায়নি। তিনি আরো বলেন, সোমবারের বৈঠকে মধ্যস্থতাকারী কাতার ও মিসর হামাসকে স্পষ্ট করে দিয়েছে যে তাদের মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা।
তিনি বলেন, ‘কাতারের এখন মূল লক্ষ্য হলো গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান কিভাবে করা যায়। আমাদের অগ্রাধিকার হলো গাজায় যুদ্ধ, দুর্ভিক্ষ, হত্যাকাণ্ড ও বাস্তুচ্যুতির অবসান। গতকাল পরিকল্পনায় যা উপস্থাপন করা হয়েছিল তা হলো নীতিমালা। এই নীতিমালার বিস্তারিত আলোচনা ও সেগুলো কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।’
এর আগে, সোমবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ২০-দফা পরিকল্পনা উত্থাপন করেন।
এই পরিকল্পনায় ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে সব ইসরাইলি পণবন্দীদের মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ইসরাইলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার এবং গাজা পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাটিক, অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। এতে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের একটি পথকে সম্ভাবনা হিসেবে রূপরেখা দেয়া হয়েছে। কিন্তু এর নিশ্চয়তা দেয়া হয়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি