গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিমতীর থেকে ১৮,৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার ইসরাইলের

গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিমতীর থেকে ১৮,৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমতীরে ইসরাইলের গ্রেফতার অভিযান
পশ্চিমতীরে ইসরাইলের গ্রেফতার অভিযান |আল জাজিরা

গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিমতীর থেকে ১৮৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীর ও জেরুসালেম থেকে গাজা যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে ১৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল। গ্রেফতারদের মধ্যে ৫৭০ জন নারী ও ১৫০০ শিশু রয়েছে। এছাড়া গ্রেফতারদের মধ্যে ১৯৪ জন সাংবাদিকও রয়েছেন। তাদের মধ্যে ৪৯ জন এখন কারাগারে বন্দী রয়েছেন।

সম্প্রতি দ্য কমিশন অফ ডিটেইনস অ্যান্ড এক্স-ডিটেইনস অ্যাফেয়ারস, প্যালেস্টাইনিয়ান প্রিজনারস সোসাইটি এবং আদ্দামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রণীত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল জাজিরা জানিয়েছে, ২০০০ সালে দ্বিতীয় ইন্তেফাদার পর এটিই গ্রেফতারের সর্বোচ্চ রেকর্ড।

সূত্র : আল জাজিরা