আইএইএ-এর সাথে ইরানের সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন প্রেসিডেন্টের

ইরান তার আণবিক কর্মসূচি নিয়ে আগের তুলনায় আরো কঠোর কূটনৈতিক অবস্থানে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি আইন অনুমোদন করেছেন, যার আওতায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সাথে দেশের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি এবং অন্যান্য ইরানি সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত সপ্তাহে ইরানের সংসদে এই আইনটি পাস হয়। আইনটি অনুযায়ী, ইরানের সরকারকে আইএইএ-এর সাথে চলমান সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে।

এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে তেহরান এবং জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মধ্যে পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা ও পর্যবেক্ষণসংক্রান্ত ইস্যুতে দ্বন্দ্ব তীব্রতর হয়েছে। এই উত্তেজনা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়াতে পারে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে আইনটির প্রকৃত কার্যকারিতা ও প্রয়োগের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটি ইঙ্গিত দেয় যে ইরান তার আণবিক কর্মসূচি নিয়ে আগের তুলনায় আরো কঠোর কূটনৈতিক অবস্থানে যাচ্ছে।

সূত্র : আল জাজিরা