ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা

আমরা একটি টেকসই শান্তি চুক্তির দিকেই অগ্রসর হচ্ছি : সিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, আমরা গাজায় স্থায়ী শান্তি ফেরানোর পথেই হাঁটছি।

নয়া দিগন্ত অনলাইন
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, আমরা গাজায় একটি টেকসই শান্তি চুক্তির দিকেই অগ্রসর হচ্ছি।

সোমবার (৬ অক্টোবর) হামাস ও ইসরাইলি প্রতিনিধি দলের সাথে সংলাপে বসার আসে এমন মন্তব্য খরেন তিনি।

সিসি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নিয়েছে। সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

১৯৭৩ সালের যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, এখন হামাস ও ইসরাইলি প্রতিনিধি দলের মাঝে গাজা যুদ্ধ বন্ধ হওয়া, বন্দীদের প্রত্যার্পণ, গাজার পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে। এর মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মোচিত হবে। এর অর্থ হলো আমরা স্থায়ী শান্তি ও গভীর স্থিতিশীলতার দিকেই হাঁটছি।

সূত্র : স্কাই নিউজ