তুরস্কে ৬০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান

তিনি জানান, মিহরাবের উপস্থিতি প্রমাণ করে এটি নামাজের জন্য ব্যবহৃত হতো। এটি নিয়ে আরো গবেষণা চলবে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কে ৬০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান
তুরস্কে ৬০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান |সংগৃহীত

তুরস্কে ৬০০ বছরের প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। আনাতোলিয়ান বেইলিক যুগের শেষের দিকে নির্মিত মসজিদটির অবস্থান নেভশেহির প্রদেশে।

গত মঙ্গলবার (৫ আগস্ট) নেভশেহিরের উর্গুপ জেলার তাশকিনপাশা গ্রামে একটি পাথরে খোদাই ও গুদামঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় মসজিদটির সন্ধান পাওয়া যায়।

আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, নেভশেহির হাজি বেকতাশ ভেলি বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের শিল্প ইতিহাস বিশেষজ্ঞরা ওই স্থাপনা খুঁজে পান। তাশকিনপাশা গ্রামে একটি পৃষ্ঠতল জরিপ চালানোর সময় মসজিদটি খুঁজে পান তারা।

মসজিদটিতে একটি পাথরের তৈরি মিহরাব রয়েছে। এই গ্রামেই রয়েছে ১৬ শ’ শতকের তাশকিনপাশা মাদরাসা ও মসজিদ।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাভাশ মারাশলি জানান, ঐতিহাসিক কোনো নথিতে এই স্থানের কথা উল্লেখ নেই। এটি এরেতন বেইলিক আমলের চিহ্ন বহন করছে।

তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এই স্থানটি অত্যন্ত ভালো অবস্থায় টিকে আছে। এর অলংকরণ, নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সেলজুক আমলের পরিচিত রীতি বহন করে, যা পরবর্তী বেইলিক যুগেও অব্যাহত ছিল।

এই আবিষ্কারকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন সহযোগী অধ্যাপক আলপার আলতিন। তিনি জানান, মিহরাবের উপস্থিতি প্রমাণ করে এটি নামাজের জন্য ব্যবহৃত হতো। এটি নিয়ে আরো গবেষণা চলবে।

স্থানীয় বাসিন্দা মেহমেত এরসেন (৬৩) বলেন, দশক খানেক আগে এখানে ঘুরতে আসা কিছু পর্যটক মসজিদের কথা বলেছিলেন, তবে এ পর্যন্ত কোনো কাজ করা হয়নি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও রাশিয়া টুডে