ট্রাম্পের গাজা পরিকল্পনায় নেতানিয়াহুর পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ মুসলিম নেতারা

নেতানিয়াহুর শেষ মুহূর্তের হস্তক্ষেপ পরিকল্পনাটিকে শান্তিচুক্তির পরিবর্তে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকারী চুক্তিতে পরিণত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
নেতানিয়াহু-ট্রাম্প
নেতানিয়াহু-ট্রাম্প |মিডল ইস্ট মনিটর

জাতিসঙ্ঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসিলম নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধে ২০ দফার একটি প্রস্তাবনা পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাবনায় নিজেদের সুবিধা মতো বড় ধরনের পরিবর্তন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে ওই পরিবর্তিত প্রস্তাবনাই পেশ করা হয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরব, মিসর, জর্ডান ও তুরস্কসহ মুসলিম নেতারা।

ওয়াকিবহাল সূত্রগুলো জানিয়েছে, হামাসের কাছে যুক্তরাষ্ট্র এখন যে প্রস্তাবনা পেশ করেছে, এটি আরব ও ইসলামী দেশগুলোর কাছে পেশ করা প্রস্তাবনা নয়। পূর্বের খসড়ার সাথে এর মৌলিক ব্যবধান রয়েছে।

সূত্রগুলো জোর দিয়ে বলেছে, নেতানিয়াহুর শেষ মুহূর্তের হস্তক্ষেপ পরিকল্পনাটিকে শান্তিচুক্তির পরিবর্তে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকারী চুক্তিতে পরিণত করেছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত রোববার হোয়াইট হাউসে ছয় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডার্মার উপস্থিত ছিলেন। সেখানে নেতানিয়াহু তাদেরকে এই বিশেষ পরিবর্তনে রাজি করাতে সক্ষম হন। বিশেষ করে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের শর্ত ও সময়সূচী সম্পর্কিত ধারাগুলোতে বিশেষ পরিবর্তন আনেন।

পরিকল্পনার চূড়ান্ত সংস্করণে হামাসকে নিরস্ত্রীকরণের পরে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের শর্ত করা হয়েছে।

পরিকল্পনার চূড়ান্ত সংস্করণে এখন ইসরাইলের প্রত্যাহারকে সরাসরি হামাসের অস্ত্র ধ্বংস করার অগ্রগতির সাথে যুক্ত করা হয়েছে। এটি আরো এগিয়ে যায় পুরো প্রক্রিয়ায় ইসরাইলকে ভেটো দেয়ার মাধ্যমে।

সংবাদ সংস্থা অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতিতে জানিয়েছে, সেনাদের প্রত্যাহারের বিষয়ে হামাস কোনো পরিবর্তন চাইলে সেটি বিবেচনা করা হবে। কিন্তু প্রস্তাবে বড় ধরনের কোনো পরিবর্তন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

সূত্র : মিডল ইস্ট মনিটর