ইসরাইলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারেন আরব নেতারা

আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদের বাইরে বাস্তব কিছু পদক্ষেপও নেয়া যেতে পারে। আমরা হয়তো এমন কিছু পদক্ষেপের ঘোষণা পাবো, যা বিষয়টিকে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাবে।

নয়া দিগন্ত অনলাইন
আরব লীগ
আরব লীগ |সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে আরব নেতারা জোরালো পদক্ষেপ নিতে পারেন বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক লুসিয়ানো জাক্কারা।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

জাক্কারা বলেন, আগামী সপ্তাহে আরব লীগের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হতে পারে। এতে পুরো গেইম চেইঞ্জ হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, দোহার বৈঠকটি আগামী রোববার বা সোমবার হতে পারে। এতে নিরাপত্তা, টেকনোলজি বা ট্যুরিজম বিষয়ে যৌথ সিদ্ধান্ত আসতে পারে।

‘ইতোমধ্যে আরব লীগ নভেম্বরে অনুষ্ঠিতব্য একটি প্রতিরক্ষা অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইসরাইলকে নিষিদ্ধ করেছে।’

জাক্কা বলেন, আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদের বাইরে বাস্তব কিছু পদক্ষেপও নেয়া যেতে পারে। আমরা হয়তো এমন কিছু পদক্ষেপের ঘোষণা পাবো, যা বিষয়টিকে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাবে।

সূত্র : আল জাজিরা