তীব্র শীত। এমন পরিস্থিতিতে গাজার শিশুদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিলো সৌদি আরব। সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, দেশটি সেখানকার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
গাজা উপত্যকায় অবস্থিত কিং সালমান সেন্টারের তত্ত্বাবধানে সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজ গাজা দক্ষিণাঞ্চল ও খান ইউনিসের বিভিন্ন স্কুলে এই কর্মসূচি সম্পন্ন করে।
শুধু তাই নয়; এ সময় গাজার শিশুদের মধ্যে বিনোদনমূলক একাধিক আয়োজন করা হয়। হত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে শিশুদের মানসিকতাকে স্বাভাবিক করতে এবং তাদের আনন্দ দানের জন্য এই উদ্যোগ গ্রহণ করে সৌদি আরব।
দেশটি মনে করে- শীতকাল গাজার শিশুদের জীবনের অন্যতম একটি চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে তাদেরকে শীতবস্ত্র প্রদান গুরুত্বপূর্ণ একটি মানবিক কাজ।
২০২৩ সাল থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে এখন পর্যন্ত সৌদি আরব ৭৮টি উড়োজাহাজ ও ৮টি সামুদ্রিক জাহাজের মাধ্যমে গাজায় অন্তত ৭ হাজার টন বিভিন্ন ত্রাণ সামগ্রী উপহার পাঠিয়েছে।
পাশাপাশি ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে ২০টি অ্যাম্বুলেন্স প্রদান করেছে সৌদি আরব। একইসাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গাজাবাসীর জনয অন্তত ৯০.৩৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।



