গাজা চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য মিসিরে সংলাপ চলছে বলে মন্তব্য করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি।
মঙ্গলবার (৭ অক্টোবর) ডাচ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলের সাথে এক যৌথ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি।
মিসরের রাজধানী কায়রোতে ওই সংবাদ সম্মেলনে তিনি গাজার সর্বশেষ তথ্য এবং শর্ম আশ-শায়খে চলমান সংলাপ সম্পর্কে সেখানে আলোচনা করেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস মার্কিন প্রস্তবনায় ইতিবাচক জবাব দেয়াকে আমরা পরিস্থিতির অগ্রগতি হিসেবে দেখি। আশা করা যায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা পরিস্থিতি আরো ভালো হবে।
তিনি আরো বলেন, এই প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ তিনটি ধারা রয়েছে। তা হলো, গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করা, পশ্চিমতীরকে ইসরাইলের সাথে একীভূত করার পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি বন্ধ করা। এসব ধারা বাস্তবায়িত হয়লে আশা করা যায়, গাজা পরিস্থিতি উন্নত হবে।
সূত্র : আল জাজিরা