লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরের একটি ভবনে ওই হামলায় তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহান কমান্ডার তাবাতাবাই বৈরুতের দক্ষিণ শহরতলির হারেত হরেক এলাকায় ইসরাইলি আক্রমণে নিহত হয়েছেন।’ তবে সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলায় তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর আগে বলেছিল, তাবাতাবাই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। ইসরাইলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাবাতাবাইকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতি এর আগে বলেছিলেন, ইসরাইলের হামলা একটি ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং গোষ্ঠীর নেতৃত্ব প্রতিক্রিয়া জানাবে কি না তা বিবেচনা করছে। তিনি বলেন, ‘দক্ষিণ উপশহরে আজকের এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় বড় ধরনের উত্তেজনার দ্বার খুলে দিয়েছে।’
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় আরো ২৮ জন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা (এনএনএ) জানায়, হারেত হ্রেইক আল-আরিদ সড়কের ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে গাড়ি ও আশপাশের ভবনগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
সূত্র : আল জাজিরা



