পশ্চিমতীরের বিষয়ে সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডাকলেন নেতানিয়াহু

বৈঠকে নেতানিয়াহু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকেছেন। সেখানে পশ্চিমতীরকে ইসরাইলি সার্বভৌমত্বে আনা যায় কিনা, ওই বিষয়ে পর্যালোচনা করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
নেতানিয়াহু
নেতানিয়াহু |সংগৃহীত

পশ্চিমতীরের বিষয়ে সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসরাইলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হিব্রু গণমাধ্যমে তথ্য অনুযায়ী, বৈঠকে নেতানিয়াহু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকেছেন। সেখানে পশ্চিমতীরকে ইসরাইলি সার্বভৌমত্বে আনা যায় কিনা, এই বিষয়টি পর্যালোচনা করা হবে।

তবে ওই ইসরাইলি কর্মকর্তা এই বৈঠককে পশ্চিমতীরের সংযুক্তিকরণ সংক্রান্ত বৈঠক বলে স্বীকার করতে রাজি নন। তিনি বলেন, বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় নেই।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বৈঠকে যোগ দেবেন। তিনি গতকাল পশ্চিমতীরের ৮২ শতাংশ ইসরাইলের সাথে সংযুক্ত করার প্রস্তাব রেখেছিলেন।

চলতি বছরের শুরুতে নেসেট ৭১-১৩ ভোটে পশ্চিমতীরকে সংযুক্ত করার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে; তবে সংযুক্তিকে তাতে বাধ্যতামূলক করা হয়নি।

সূত্র : টাইমস অফ ইসরাইল