সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অচিরেই ইসরাইলের সাথে একটি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। এটি ১৯৭৪ সালের চুক্তির মতো একটি চুক্তি হবে।’
এ সময় তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তির অর্থ এই নয় যে সিরিয়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিচ্ছে।
তুর্কি গণমাধ্যম মিলিয়েতকে দেয়া এক সাক্ষাৎকারে শারা এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সিরিয়া টিভিও প্রচার করেছে।
কাতারের উপর ইসরাইলি হামলার পর এই সমঝোতা চুক্তির কথা সামনে আসে। সে হিসেবে ইসরাইলকে শারা বিশ্বাস করেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, যদি ইসরাইলকে বিশ্বাস করার প্রশ্ন হয়, তাহলে উত্তর হলো, আমি তাকে বিশ্বাস করি না।
তিনি আরো বলেন, সিরিয়া জানে- কিভাবে যুদ্ধ করতে হয়। কিন্তু আমরা আবারো যুদ্ধাবস্থায় যেতে চাই না।
সুয়াইদার সাম্প্রতিক ঘটনার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, এটি মূলত একটি ফাঁদ ছিল, যেন ইসরাইলের সাথে চুক্তিটি না হয়। তবে যখন এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তখন আমাদের আলোচনা শেষের দিকে ছিল।
সূত্র : বিবিসি আরবি