গাজা সিটিতে সামরিক অভিযান না হলে ভেঙে পড়বে নেতানিয়াহুর জোট। ইসরাইলি গণমাধ্যম মাআরিফ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানিয়াহুর সরকারকে একত্রে ধরে রাখার কোনো উপায় নেই।’ সূত্রটি আরো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর সামরিক অভিযান বন্ধের কোনো অভিপ্রায় নেই।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস ইতোপূর্বে নেতানিয়াহু যেসব শর্ত দিয়েছেন, সেগুলো সব মেনে নিয়েছে। তারা ১০ জন জীবিত বন্দীকেও হস্তান্তরে সম্মত হয়েছে। কিন্তু এরই মধ্যে আবার নতুন দাবি জানিয়েছেন তিনি। সেজন্য ইসরাইলি বাহিনী যুদ্ধের জন্য গুরুত্বসহকারে প্রস্তুতি নিচ্ছে। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ সৈন্যদেরও একত্রিত করার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা