ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় ৭১ জন নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানে প্রকাশিত মন্তব্যে আসগর জাহাঙ্গীর বলেন, ‘এভিন কারাগারে হামলায় ৭১ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণ, বন্দীরা, বন্দীদের সাথে দেখা করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ।’
তিনি জানান, ইসরাইলি বাহিনী কারাগারের একটি হলঘরে হামলা চালায়। হলঘরটিতে বন্দীদের সাথে দেখা করতে আসা বেশ কয়েকটি পরিবারের সদস্য অবস্থান করছিলেন।
জাতিসঙ্ঘের মানবাধিকার মুখপাত্র থামিন আল-খিতান গত সপ্তাহে ইসরাইলের নাম উল্লেখ না করেই বলেছিলেন, কারাগারে আক্রমণ ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’।