মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের মিসর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে ‘সন্ত্রাসী‘ সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করে।
সোমবার (২৪ নভেম্বর) ট্রাম্প এই আদেশ জারি করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের বিরোধীদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করছে ওয়াশিংটন।
আদেশে বলা হয়েছে, জর্ডানের মুসলিম ব্রাদারহুডের নেতারা হামাস ও আল-জামাআল-ইসলামিয়া নামে পরিচিত গোষ্ঠীর লেবাননের শাখাকে ‘বস্তুগত সহায়তা‘ দিয়েছে এবং তারা ইসরাইলের সাথে যুদ্ধে হামাস ও হিজবুল্লাহর পক্ষ নিয়েছে।
এতে আরো দাবি করা হয়, গাজায় ইসরাইলের যুদ্ধের সময় একজন মিসরীয় মুসলিম ব্রাদারহুড নেতা ‘যুক্তরাষ্ট্রের সহযোগী ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন‘। তবে হোয়াইট হাউস এটি দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয়। মুসলিম ব্রাদারহুড মিসরে নিষিদ্ধ এবং তাদের কার্যক্রম বেশিভাগই গোপনে পরিচালিত হয়।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তদেশীয় নেটওয়ার্ককে মোকাবেলা করছেন। এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচারণায় ইন্ধন জোগায়।‘
এই আদেশ মুসলিম ব্রাদারহুডের অন্যান্য শাখাগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার পথ খুলে দিচ্ছে। গোষ্ঠীগুলোকে হোয়াইট হাউস ‘বৈশ্বিক সন্ত্রাসী‘ হিসেবে চিহ্নিত করার জন্যও চাপ দিচ্ছে।
সূত্র : আল জাজিরা



