গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরাইল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান

যুক্তরাষ্ট্রসমর্থিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি জোরদারে আলোচনায় অংশ নিতে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ মঙ্গলবার ইসরাইল সফর করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মিসরের গোয়েন্দা প্রধান
মিসরের গোয়েন্দা প্রধান |বাসস

যুক্তরাষ্ট্রসমর্থিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি জোরদারে আলোচনায় অংশ নিতে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ মঙ্গলবার ইসরাইল সফর করবেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কায়রো থেকে এএফপি জানায়, এক্সট্রা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের এই গোয়েন্দা কর্মকর্তা ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি বর্তমানে ইসরাইলে অবস্থানরত মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফের সাথেও সাক্ষাৎ করবেন।

মিসরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শারম আল-শেখে সম্পাদিত ইসরাইল ও হামাসের মধ্যে ভঙ্গুর এই যুদ্ধবিরতির এক সপ্তাহেরও বেশি সময় পর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : এএফপি/বাসস