ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প

ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম হারেৎজ কূটনৈতিক সূত্রে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য চাপ দিচ্ছেন। একইসাথে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের জন্যও দিচ্ছেন তাগিদ।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মাত্র ৬০ দিনের মধ্যে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী।

সূত্র : আল জাজিরা