কোরআন পড়ানোর মুহূর্তে বরেণ্য আলেমের ইন্তেকাল (ভিডিও)

‘তিনি তার ছাত্র ও মসজিদের মুসল্লিদের কাছেও ছিলেন অতিপ্রিয়। তার এমন মৃত্যুকে সকলেই আখ্যা দিচ্ছেন ‘উত্তম পরিণতি’ হিসেবে।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ছাত্রদের পবিত্র কোরআন পড়াচ্ছেন- ঠিক এমন মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইয়েমেনের একজন শিক্ষক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আলজাজিরা এই ঘটনার ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই দেখা যায় এমন দৃশ্য।

ঘটনাটি ঘটেছে ইয়েমেনের মাআরিব এলাকার ‘নুরাহ’ নামের এক মসজিদে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ওই শিক্ষকের নাম শায়খ আলি আস-সানআনি। তিনি দেশটির বরেণ্য একজন আলেম ও কোরআনের শিক্ষক।

সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে দেখা যায় যে, চেয়ারে বসে এক ছাত্রের কোরআন তেলাওয়াত শুনছেন ওই শিক্ষক। এ সময় তার হাতেও কোরআনে কারিম ছিল। হঠাৎ তার চোখ বন্ধ হয়ে যায় এবং ডান দিকে লুটিয়ে পড়েন। ছাত্র ও আশপাশের লোকেরা ছুটে আসেন তার কাছে, কিন্তু ততক্ষণে তিনি রবের ডাকে সাড়া দিয়ে চলে যান তাঁর সান্নিধ্যে।

শায়খ আলি আস-সানআনি বহু বছর ধরে ইয়েমেনে কোরআনের সেবায় নিয়োজিত ছিলেন। হিফজের শিক্ষক হিসেবে দেশটিতে ছিলেন বেশ প্রসিদ্ধ। তিনি তার ছাত্র ও মসজিদের মুসল্লিদের কাছেও ছিলেন অতিপ্রিয়। তার এমন মৃত্যুকে সকলেই আখ্যা দিচ্ছেন ‘উত্তম পরিণতি’ হিসেবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : আলজাজিরা