ইসরাইলি প্রতিষ্ঠান বয়কট বিশ্বের নামকরা ১৮০০ শিল্পীর!

ইসরাইলি প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্বের নামকরা ১৮০০ শিল্পী। সোমবার এমন সিদ্ধান্ত নিয়ে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তারা। এসব শিল্পীদের মধ্যে অস্কারজয়ী অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু করে খ্যাতিমান পরিচালক ও প্রযোজকরাও রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিধ্বস্ত গাজা
বিধ্বস্ত গাজা |আল জাজিরা

ইসরাইলি প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্বের নামকরা ১৮০০ শিল্পী। সোমবার এমন সিদ্ধান্ত নিয়ে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তারা। এসব শিল্পীদের মধ্যে অস্কারজয়ী অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু করে খ্যাতিমান পরিচালক ও প্রযোজকরাও রয়েছেন।

অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমা স্টোন, মার্ক রাফালো, অলিভিয়া কোলম্যান, জাভিয়ার বারদেম, টিল্ডা সুইন্টন, রিজ আহমেদ, সিন্থিয়া নিকসন, গায়েল গার্সিয়া বার্নেলসহ বহু তারকা। নির্মাতাদের তালিকায় আছেন কিংবদন্তি কেন লোচ, ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, মাইক লেই, জোশুয়া ওপেনহাইমার প্রমুখ।

অঙ্গীকারপত্রের সেই বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের কোনো চলচ্চিত্র প্রদর্শন করব না কিংবা এমন কোনো উৎসব, সিনেমা হল, সম্প্রচার সংস্থা বা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হব না, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের সাথে জড়িত।’

বিবৃতিতে আরো বলা হয়, এই বয়কট ইসরাইলি ব্যক্তিদের বিরুদ্ধে নয়; বরং ইসরাইলি প্রতিষ্ঠানগুলোকেই লক্ষ্য করে দেয়া হয়েছে।