সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) এক বন্দুকধারীর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা সদস্য এবং একজন দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাবাহিনীর আরো তিন সদস্য। এ সময় আইএস সদস্যকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে ‘আইএসের আক্রমণ’ এবং এই আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। সিরিয়ার সরকারও এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।
ট্রাম্প আরো জানিয়েছেন, আহত তিন মার্কিন সৈন্য ভালো আছেন। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ জানিয়েছে, দু’জন সিরিয়ান সৈন্যও আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, নিহতদের পরিচয় ২৪ ঘণ্টার জন্য গোপন রাখা হচ্ছে যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের অবহিত করা হয়। আইএসের এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়।
অন্যদিকে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে আক্রমণটি ইসলামিক স্টেটের মাধ্যমে পরিচালিত হতে পারে। তবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেলের মতে, দেশের কেন্দ্রস্থলে অবস্থিত পালমিরায় সৈন্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় এই অতর্কিত হামলা চালানো হয়। তিনি আরো বলেন, হামলার তদন্ত চলছে।
পেন্টাগনের একজন কর্মকর্তা জানান, এই হামলা এমন একটি এলাকায় হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।
সূত্র : বিবিসি



