গাজায় যুদ্ধবিরতি ‘বহাল ও কার্যকর রাখতে’ সোমবার ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্সও আগামীকাল তাদের সাথে সশরীরে যোগ দিতে পারেন বলে ইসরাইলের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।
এমন একটি সময় মার্কিন কর্মকর্তারা ইসরাইল সফরে গেলেন, যার একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছে বিবিসি।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু’জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরাইলি কর্মকর্তারা।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হামাস জানিয়েছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি। বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল বরং চুক্তি লঙ্ঘন করেছে।
দুই পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, এখনো কার্যকর আছে।’
সূত্র : বিবিসি



