সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গতকাল রাতভর সঙ্ঘর্ষে কুর্দি বাহিনী দুই সিরীয় সেনাকে হত্যা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত
সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত |বাসস

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে গতকাল রাতভর সঙ্ঘর্ষে কুর্দি বাহিনী দুই সিরীয় সেনাকে হত্যা করেছে। অন্যদিকে কুর্দি বাহিনীর দাবি, তারা ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ব্যবহৃত অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রাকা প্রদেশে সেনা অবস্থান লক্ষ্য করে হামলার পর সঙ্ঘর্ষ শুরু হয়।

এসডিএফ হলো আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কার্যত সেনাবাহিনী, যারা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে।

মন্ত্রণালয় আরো জানায়, কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নেয়, এতে দুই সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। পরে সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে পুনরায় অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেয়। দামেস্ক সরকার এ হামলার জন্য এসডিএফকে দায়ী করেছে।

তবে এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী এমন কয়েকটি অবস্থানে অভিযান চালাচ্ছিল যা আইএস জঙ্গিরা সরাসরি ড্রোন হামলার জন্য ব্যবহার করছিল।

সূত্র : এএফপি/বাসস