আমাকে ২-৩ দিন শুধু পানি খেয়ে বেঁচে থাকতে হয়েছিল : ফিলিস্তিনি সাংবাদিক

এই যুদ্ধে আমাদের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা ও অনাহার। এরচেয়ে কঠিন কোনো চ্যালেঞ্জ এই যুদ্ধে আমাদের সামনে আসেনি।’

নয়া দিগন্ত অনলাইন
আল জাজিরার সম্প্রতি নিহত চার সাংবাদিক
আল জাজিরার সম্প্রতি নিহত চার সাংবাদিক |আল জাজিরা

ইসরাইলি আগ্রাসনের মুখে সংগ্রাম করে বাঁচে ফিলিস্তিনিরা। প্রতিদিনই কোনো না কোনো বিপদের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এটি তাদের মন ও মননে বিরাট প্রভাব ফেলে। তবে তাদেরকে আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেটি হচ্ছে ক্ষুধা।

গাজার ফটোসাংবাদিক আমের আল সুলতান বলেন, ‘সবাইকেই ক্ষুধার সাথে মোকাবেলা করে চলতে হয়। আমরা সবাই ক্ষুধায় ভুগি।’ তিনি আরো বলেন, এই আমার কথাই ধরুন। মাঝে মধ্যে এমন হতো যে কেবল পানি খেয়েই কাজে বেরিয়ে যেতে হতো। খাওয়ার মতো কিছু পেতাম না। এমনও হয়েছে যে আমাকে দুই থেকে তিন দিনও পানি খেয়ে টিকে থাকতে হয়েছে।

এই সাংবাদিক আরো বলেন, এই যুদ্ধে আমাদের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা ও অনাহার। এই যুদ্ধে এরচেয়ে কঠিন কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আসেনি।’

সাংবাদিকদের সুরক্ষা কমিটি বলেছে, গাজায় কর্মরত ফিলিস্তিনি সাংবাদিকরা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিডিয়া পেশাদার।

সূত্র : আল জাজিরা