গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে কালো স্ট্রিপ ধারণ করেছে ৫০টি দেশের ২৫৭ আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিকদের উপর জঘন্যতম অপরাধ করছে ইসরাইল। এহেন প্রেক্ষাপটে ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে একটি আন্তর্জাতিক কর্মসূচি হাতে নিয়েছে সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ ও বৈশ্বিক অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক আভাজ। তাদের ঘোষিত কর্মসূচিতে ৫০টি দেশের ২৫৭টি গণমাধ্যম অংশ নিয়েছে। এর মধ্যে যেসব প্রিন্ট পত্রিকা রয়েছে, তারা তাদের পুরো প্রথম পৃষ্ঠা বা তার কিয়দাংশ কালো রঙে প্রকাশ করেছে। ইলেক্ট্রনিক মিডিয়াগুলো তাদের হোমপেইজে কালো ব্যানারে ফিলিস্তিনি সংবাদ প্রকাশ করেছে। টিভি চ্যানেলগুলো ইসরাইলি সাংবাদিক হত্যার ভিডিওগুলো প্রকাশ করেছে। আর রেডিও স্টেশনগুলো এর অডিও বার্তা প্রচার করেছে।
সূত্রটি আরো জানিয়েছে, সংস্থা দু’টি জরুরি সতর্কবার্তা জারি করেছে যে এভাবে যদি গাজায় সাংবাদিক নিহত থাকে, তাহলে কিছুদিন পরে গাজার নিউজ কভারেজের জন্য কোনো সংবাদিক খুঁজে পাওয়া যাবে না।
এ সময় সংস্থা দু’টি ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা দেয়ার আহ্বান জানায়। এমনিভাবে যেসব সাংবাদিক গাজা ত্যাগ করতে চায়, তাদেরকে যেন দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করা হয় এবং যেকোনো সাংবাদিককেই যেন গাজা ভূখন্ডে প্রবেশের অনুমতি দেয়া হয়।
সপ্তাহখানেকের মধ্যে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে যেন এ বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়।
সূত্র : আল জাজিরা