কাতারে হামলার জন্য নেতানিয়াহুর দুঃখ প্রকাশ

সোমবার গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠককালে টেলিফোনে এ দুঃখ প্রকাশ করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |ফাইল ছবি

কাতারে হামাস আলোচকদের লক্ষ্য করে গত ৯ সেপ্টেম্বর ইসরাইল যে হামলা করেছিল তার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠককালে টেলিফোনে এ দুঃখ প্রকাশ করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর সময় অনিচ্ছাকৃতভাবে কাতারের একজন নিরাপত্তারক্ষী নিহত হওয়ার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন।

এতে আরো বলা হয়, ইসরাইল স্বীকার করেছে যে, এ হামলায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। সেইসাথে তারা এ প্রতিশ্রুতি দিয়েছে যে, ভবিষ্যতে তারা এ ধরনের আর আক্রমণ চালাবে না।

বিবৃতিতে এটাও জানানো হয় যে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জমিন আল থানি এ ধরনের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। সেইসাথে তিনি আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে তার দেশ সর্বদা কাজ করে যাবে।

সূত্র : আল জাজিরা