ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ ইসরাইলের সাথে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিকে সতর্ক করেছেন।
হিজাম আল-আসাদ ঘোষণা করেছেন, গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি নৌ অভিযানের চতুর্থ ধাপটি ইসরাইলের বন্দরগুলোর সাথে সহযোগিতাকারী সকল জাহাজ কোম্পানির বিরুদ্ধে হবে। তারা আরব কিংবা অন্য কোনো মুসলিম দেশগুলোর হোক বা অন্যান্য দেশের হোক।’
আসাদ জোর দিয়ে বলেছেন, গাজার বিরুদ্ধে অবরোধে কিছু আরব ও মুসলিম সরকারের জড়িত থাকার বিষয়টি খুবই লজ্জাজনক।
সূত্র : পার্সটুডে