ইসরাইলি হামলার নিন্দা ও আরব-ইসলামী ঐক্যের প্রশংসা কাতারের প্রধানমন্ত্রীর

ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী আরব-ইসলামী ঐক্যের প্রশংসা করেছেন। দোহায় ওআইসি-আরব লিগের বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাবের প্রস্তুতি চলছে।

নয়া দিগন্ত অনলাইন
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি |সংগৃহীত

ইসরাইলের বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। একইসাথে তিনি আরব ও ইসলামী বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুপ্রতীম দেশগুলোর সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই বর্বর ইসরাইলি হামলার নিন্দা জানানোয় ভ্রাতৃপ্রতিম আরব ও ইসলামী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সংহতির আমরা প্রশংসা করি। এটি আমাদের এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে বৈধ আইনি পদক্ষেপ নেব তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।

দোহায় আরব লিগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন। সোমবার দোহায় অনুষ্ঠিতব্য জরুরি শীর্ষ সম্মেলনের আগে এ বৈঠক হয়। কাতার গত সপ্তাহে ইসরাইলি হামলার শিকার হওয়ার পর এই বৈঠকের আয়োজন করা হয়।

গত মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা কাতারের মধ্যস্থতাকারী দল।

বৈঠকে শেখ মোহাম্মদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বিচারিতা পরিহার করে ইসরাইলকে তার সব অপরাধের জন্য জবাবদিহির মুখোমুখি করা।’

তিনি আরো বলেন, এই হামলার জবাব দিতে হবে কঠোর ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে।’

দোহায় অনুষ্ঠিত বৈঠকে আরব লিগ ও ওআইসির প্রতিনিধি দল যৌথ প্রস্তাবের খসড়া তৈরি করছে। এতে ইসরাইলের বিরুদ্ধে কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে, তা সোমবার ঘোষণার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা