নেতানিয়াহু সব জায়গায় ভূত দেখেন!

নেতানিয়াহুর সমস্যা হলো, তিনি সব জায়গায় ভূত দেখেন।

নয়া দিগন্ত অনলাইন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু |আল জাজিরা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্ম প্রক্রিয়া দেখে উদ্বেগ প্রকাশ করেছেন দু’জন বড় মার্কিন কর্মকর্তা। তাদের একজনের অভিব্যক্তি হলো, নেতানিয়াহু সব জায়গায়ই ভূত দেখেন।

মঙ্গলবার (২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে অ্যাক্সিওসের সূত্রে বলা হয়েছে, বড় দুই মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইসরাইল কয়দিন পরপরই সিরিয়ার অভ্যন্তরে হামলা করছে। এটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। একইসাথে তেল আবিব ও দামেস্কের মাঝে যে শান্তি চুক্তি হওয়ার আশা করা হচ্ছে, তা ক্রমেই ম্লান করে দিচ্ছে।

তাদের একজন নেতানিয়াহুর দিকে ইঙ্গিত করে বলেন, আমরা বরাবরই তাকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছি। তিনি যেন এসব অভিযান বন্ধ রাখেন। কারণ, এটি যদি চলতে থাকে, তাহলে একদিন এসব অভিযান তারই বিনাশ ডেকে আনবে।

তিনি আরো বলেন, নেতানিয়াহু যদি তার বর্তমান রাজনৈতিক নীতি ধরে রাখেন, তাহলে ইসরাইল বড় ধরনের একটি কূটনৈতিক সুযোগ হাতছাড়া করে ফেলবে। এতে নতুন সিরিয়া তাদের অন্যতম শত্রুতে পরিণত হবে।

অন্য কর্মকর্তা বলেন, ইসরাইল সিরিয়াকে বুঝতে ভুল করছে। সিরিয়া ও লেবানন এক নয়। এছাড়া সিরিয়া এখন ইসরাইলের সাথে সমস্যায় জড়াতেও চায় না। কিন্তু নেতানিয়াহুর সমস্যা হলো, তিনি সব জায়গায় ভূত দেখেন।

ওই কর্মকর্তারা বলেন, নেতানিয়াহুর সিরিয়ার বিরুদ্ধে এযাবৎ যেসব অভিযান চালিয়েছেন, এতে এমনিতেই সিরিয়া ও ইসরাইলের মাঝে শান্তি চুক্তির বিষয়ে প্রভাব পড়েছে। তবে ওয়াশিংটন চেষ্টা করে যাচ্ছে, যেন দ্রুতই দামেস্ককে আবরাহাম চুক্তির আওতায় নিয়ে আসা যায়।

সূত্র : আল জাজিরা