পশ্চিমতীর সংযুক্ত করবে না ইসরাইল : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলকে পশ্চিমতীর সংযুক্ত করতে দেবেন না।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলকে পশ্চিমতীর সংযুক্ত করতে দেবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ওয়েস্ট ব্যাংকের সংযুক্তিতে আমার অনুমতি নেই। এটা হবে না।

তিনি আরো বলেন, ‘অনেক হয়েছে। এবারে এটা থামা দরকার।’

১৯৬৭-র ছয় দিনের যুদ্ধের পর থেকে পশ্চিমতীর দখল করছে ইসরাইল। প্রায় স্বশাসিত ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালনা করে না।

১৯৬৭ থেকেই এই অঞ্চলে একটু একটু করে বসতি স্থাপন করে চলেছে ইসরাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি বেআইনি। ইসরাইল সম্প্রতি এই অঞ্চলে একটি বিতর্কিত প্রকল্প তৈরির কথা ঘোষণা করেছে। এর ফলে অঞ্চলটি দুই ভাগে ভাগ হয়ে যাবে।

গাজা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

এর আগে, গাজায় যুদ্ধ নিয়ে ট্রাম্প সৌদি আরব, ইউএই, কাতার, জর্ডন, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতৃত্বের সাথে কথা বলেন। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের মউল বৈঠকের পাশাপাশি এই আলোচনা হয়।

সূত্র : ডয়চে ভেলে