ইসরাইলি এক বন্দীর লাশের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার তাদের লাশ ফেরত দেয়া হয়েছে।
এপির খবরে বলা হয়েছে, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে যেসব ইসরাইলিকে বন্দী করে নিয়ে গেছে, তাদের মধ্য থেকে এখনো দু’জনের লাশ ফেরত দেয়নি। তারা একজন ইসরাইলি ও অন্যজন থাই নাগরিক।
সূত্র : এপি



