জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনি-ইসরাইল সংঘাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়’।
সোমবার (২৮ জুলাই) ফিলিস্তিনি প্রশ্নে শান্তিপূর্ণ নিষ্পত্তির ওপর জাতিসঙ্ঘের একটি উচ্চস্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়। এবং ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার করা বিশ্বের সর্বত্র চরমপন্থীদের জন্য এটি একটি উপহার হবে।’
গুতেরেস গাজার ক্রমবর্ধমান সংকটের নিন্দা করে বলেন, এই অবরুদ্ধ উপত্যকায় ‘বিপর্যয়ের ঝড় নেমে এসেছে।’
তিনি বলেন, ‘জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আমি স্বাগত জানাই। কিন্তু এই দুঃস্বপ্নের অবসান ঘটানোর জন্য সমাধান এখনো অনেক দূরে। আমাদের প্রয়োজন একটি তাৎক্ষণিক, স্থায়ী যুদ্ধবিরতি, সব পণবন্দীদের তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার। এগুলো শান্তির পূর্বশর্ত নয়। এগুলোই এর ভিত্তি।’
তিনি জোর দিয়ে বলেন, ‘পূর্ব জেরুসালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত দখল অবৈধ। এটি অবশ্যই শেষ হতে হবে। সেখানে কোনো নিরাপত্তা নেই।’
অঞ্চলটিতে কূটনীতির ব্যাপক পতনের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেন, ‘কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের কূটনীতি শান্তির চেয়ে অনেক বেশি প্রক্রিয়াগত। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাদের কাছে শব্দ, বক্তৃতা, ঘোষণা হয়তো খুব বেশি অর্থবহ নয়। তারা আগেও এটি দেখেছে। তারা আগেও এসব শুনেছে। এর মধ্য দিয়ে ধ্বংস ও দখল করা এগিয়ে চলেছে।’
দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘মধ্যপ্রাচ্য শান্তির মূল প্রশ্ন’ হিসেবে অভিহিত করে গুতেরেস ইসরাইলকে ‘স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে এবং একে দুর্বল করে এমন সব পদক্ষেপ বন্ধ করতে’ আহ্বান জানান।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



