গত সপ্তাহে ইয়েমেনে বিমান হামলা চালায় ইসরাইল। ঘটনায় অন্তত ১২ জন হাউসি নেতা নিহত হয়েছিলেন বলে জানা গেছে।
সোমবার ইয়েমেনের রাজধানী সানায় তাদের জানাজা সম্পন্ন হয়। সেখানে যোগ দিয়েছিলেন হাজার হাজার বেসামরিক মানুষ।
গত বৃহস্পতিবার হাউসি নেতা আবদুল মালিক আল-হাউসি এক বক্তৃতা করেন। বক্তৃতা শুনতে বহু মানুষ একত্রিত হন। ইসরাইল ওই জনতার উপর বোমাবর্ষণ করে। এ ঘটনায় হাউসি মন্ত্রিসভার একাধিক ব্যক্তির মৃত্যু হয়।
এরপর সোমবার লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে হাউসি যোদ্ধারা।
তারা জানিয়েছে, সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে ওই তেলবাহী জাহাজটিতে আক্রমণ চালানো হয়েছে।