ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি পর্ষদ ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের দেয়া এই খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রস্তাবটিকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহ, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্বীকৃতি বলে মনে করে।’
মন্ত্রণালয় ‘দখলদারিত্বের অবসান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে ফিলিস্তিনি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ফিলিস্তিন রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশকারী সব দেশের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ফিলিস্তিন এই প্রস্তাব বাস্তবায়নে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য এবং আরব ও ইসলামী রাষ্ট্রসহ সব প্রাসঙ্গিক পক্ষের সাথে সহযোগিতা করার জন্য তাদের প্রস্তুতি নিশ্চিত করেছে এবং গাজা, অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে এটি কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
সোমবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবে গাজায় শাসনব্যবস্থা, পুনর্গঠন ও নিরাপত্তা প্রচেষ্টা তদারকির জন্য শান্তি পর্ষদ গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড



