ইসরাইলের ই-ওয়ান বসতি পরিকল্পনার নিন্দা ইইউ ও জাতিসঙ্ঘসহ ২১ দেশের

এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসঙ্ঘ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ ২১টি দেশ। তারা মনে করে, বিতর্কিত ই-ওয়ান অঞ্চলে বসতি স্থাপিত হলে দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার সমাধানের পথ আর খোলা থাকবে না।

নয়া দিগন্ত অনলাইন
ই-ওয়ান বসতি
ই-ওয়ান বসতি |আল জাজিরা

ইসরাইলের ই-ওয়ান বসতি পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসঙ্ঘসহ অন্তত ২১টি দেশ। শুক্রবার (২২ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত জেরুজালেমের ই-ওয়ান অঞ্চলে বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরাইল। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসঙ্ঘ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ ২১টি দেশ। তারা মনে করে, বিতর্কিত ই-ওয়ান অঞ্চলে বসতি স্থাপিত হলে দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার সমাধানের পথ আর খোলা থাকবে না। এ সময় তারা এই বিতর্কিত উধ্যোগকে অবিলম্বে বাতিল করার জন্য কঠোরভাবে আহ্বান জানায়। একইসাথে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও বর্ণনা করে।

তবে এসব সংস্থা ও দেশের কথায় কর্ণপাত করছে না ইসরাইল। তারা ঘোষণা দিয়েছে যে ইসরাইল আনুষ্ঠানিকভাবেই ওই অঞ্চলে কাজ শুরু করবে। সেখানে ইসরাইল বসতি স্থাপনকারীদের জন্য ৩৪০০টি বাড়ি নির্মাণ করবে। এর মধ্য দিয়ে অধিকৃত পশ্চিমতীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করে ফেলবে। একইসাথে এই অঞ্চলে হাজার হাজার অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের সাথে সংযোগ স্থাপন করবে।

উল্লেখ্য, পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মধ্যকার ১২ বর্গকিলোমিটার (৪.৬ বর্গমাইল) জমিতে বসতি স্থাপনের উদ্যোগ নিচ্ছে ইসরাইল। এই অঞ্চলটি ই-ওয়ান নামে পরিচিত।

সূত্র : আল জাজিরা