ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা ‘আর প্রাসঙ্গিক নয়’। ইরানের ওপর পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর তিনি এ কথা বলেছেন।
রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে গত মাসে স্বাক্ষরিত একটি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আইএইএ-এর সাথে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়।’
চলতি বছরের জুন মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। এরপর তেহরান আইএইএর সাথে সহযোগিতা স্থগিত করে। তবে গত মাসে করা সেই চুক্তিতে পরমাণু স্থাপনা পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছিল।
তবে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানকে তার প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার ফলে চুক্তিটি তাৎপর্য হারিয়ে ফেলে। তাদের এই অভিযোগ ইরান প্রত্যাখ্যান করেছে।
আরাগচি তেহরানে বিদেশী কূটনীতিকদের বলেন, ‘তিন ইউরোপীয় দেশ ভেবেছিল নিষেধাজ্ঞা হুমকি দিয়ে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। এখন তারা এই ক্ষমতা ব্যবহার করেছে এবং ফলাফল দেখেছে। এতে তারা তাদের কূটনৈতিক প্রভাব হারিয়েছে।’
তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপের এই তিন দেশের আগের তুলনায় ভূমিকা অনেক কমে যাবে।
সূত্র : আল জাজিরা