হিজবুল্লাহর অস্ত্রাগারে বিস্ফোরণ, লেবাননের ৬ সৈন্য নিহত

সামরিক সূত্র জানায়, বিস্ফোরণটি ‘হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভেতরে’ ঘটেছে। সৈন্যরা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র সরানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননের সেনাবাহিনীর সদস্যরা
লেবাননের সেনাবাহিনীর সদস্যরা |সংগৃহীত

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ইসরাইলি সীমান্তের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, সৈন্যরা হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গোলাবারুদ সরিয়ে নেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৈরুত থেকে এএফপি জানিয়েছে, গত বছরে ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা তাদের সাম্প্রতিক যুদ্ধের ইতি টেনেছিল। তারই ধারাবাহিকতায় লেবাননের সেনারা দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে।

বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন লেবাননের সরকার এই সপ্তাহে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দিয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে আসা মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষা করবে। অন্যদিকে সংগঠনটির সমর্থক ইরান শনিবার জানিয়েছে, তারা এই প্রচেষ্টার বিরোধিতা করছে।

একটি সেনা ইউনিট ইসরাইলি সীমান্তের কাছে টায়ার জেলার ওয়াদি জিবকিনে একটি অস্ত্রাগার পরিদর্শন করে ভেতরের সরঞ্জাম অপসারণের সময় বিষ্ফোরণটি ঘটে। একটি সামরিক বিবৃতিতে ঘটনায় প্রাথমিকভাবে ছয়জন সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে। বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, বিস্ফোরণটি ‘হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভেতরে’ ঘটেছে। সূত্রটি আরো জানায়, সৈন্যরা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র সরানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, সেনা কমান্ডার রোডলফে হাইকাল তাকে ‘বেদনাদায়ক ঘটনা’ সম্পর্কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালামও নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান।

হিজবুল্লাহর আইনপ্রণেতা আলী আম্মারও লেবাননের সেনাবাহিনীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সূত্র : বাসস