সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে যোগ দিলো জর্ডানের সেনাবাহিনী

আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে জর্ডানের বিমান বাহিনী সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা দুর্বল করা ও পুনর্গঠন ঠেকানো।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে যোগ দিলো জর্ডানের সেনাবাহিনী
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে যোগ দিলো জর্ডানের সেনাবাহিনী |সংগৃহীত

জর্ডানের বিমান বাহিনী চলতি সপ্তাহান্তে মার্কিন অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

আজ রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

জর্ডান সেনাবাহিনী গতকাল শনিবারের হামলা প্রসঙ্গে বলেছে, এগুলো আন্তর্জাতিক জোটের অংশীদারদের সাথে সমন্বয় করে চালানো হয়েছে।

তাদের মতে, অভিযানের মূল উদ্দেশ্য ছিল আইএসসহ বিভিন্ন গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করা।

সূত্র : বাসস