মসজিদে কুবা সম্প্রসারণের সিদ্ধান্ত, একসাথে নামাজ পড়তে পারবেন ৬৬ হাজার মুসল্লি

একইসাথে এই উদ্যোগটিতে সহযোগিতা করবে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ
মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ |সংগৃহীত

ইসলামের প্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাসুল সা:-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই মসজিদে একসাথে অন্তত ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আরবি সংবাদমাধ্যম সাবাক নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ প্রকল্পের অধীনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একইসাথে এই উদ্যোগটিতে সহযোগিতা করবে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ।

এই প্রকল্পটি মসজিদে কুবার ইতিহাসে বৃহত্তম সম্প্রসারণ। এটি বাস্তবায়নের পর ৬৬ হাজার মুসল্লি ধারণক্ষমতার পাশাপাশি মসজিদের আয়তন ৫০ হাজার বর্গমিটার ছাড়িয়ে যাবে। যা ধারাবাহিকভাবে বাড়তে থাকা হজ-ওমরাহযাত্রী, মুসল্লি ও দর্শনার্থীদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে। এই প্রকল্পটি সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশ।

মসজিদে কুবাকে ইসলামের প্রথম মসজিদ আখ্যা দেয়া হয়। রাসুল সা: মদিনায় হিজরতের পর সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণ করেন। পবিত্র কোরআনে এই মসজিদ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর প্রথম দিন থেকে, তা বেশি হকদার যে, তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন।’ (সূরা তাওবা, আয়াত : ১০৮)

এ মসজিদে নামাজ আদায়ের ফজিলত প্রসঙ্গে হাদীস শরীফে রাসুল সা: বলেছেন, ‘মসজিদে কুবায় দুই রাকাত নামাজ একটি ওমরাহর সমান।’ (তিরমিজি, হাদিস : ৩২৪)।