ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জাভা প্রদেশের মধ্যাঞ্চলের সিলাকাপ জেলার তিনটি গ্রামের কয়েক ডজন বাড়ি ভূমিধসের কবলে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিধসের পর উদ্ধারকারীরা হতাহতদের সন্ধান করছেন
ভূমিধসের পর উদ্ধারকারীরা হতাহতদের সন্ধান করছেন |সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভূমিধসের পর কমপক্ষে দুইজন নিহত এবং ২১ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় জাভা প্রদেশের মধ্যাঞ্চলের সিলাকাপ জেলার তিনটি গ্রামের কয়েক ডজন বাড়ি ভূমিধসের কবলে পড়ে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত যৌথ দল ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে। দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো ২১ জন নিখোঁজ রয়েছে। তাদের অনুসন্ধানে উদ্ধার অভিযান চলছে।

তিনি আরো জানান, অস্থিতিশীল ভূখণ্ড উদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং অভিযানে সহায়তা করার জন্য ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের খুঁজছেন। উদ্ধারকারীরা দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে।

এর আগে, নভেম্বরের শুরুতে ইন্দোনেশিয়ার পাপুয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জন নিহত এবং আটজন নিখোঁজ হন। এছাড়াও জানুয়ারিতে মধ্য জাভা প্রদেশে প্রবল বৃষ্টিপাতের সময় বন্যা ও ভূমিধসে ভেসে গিয়ে ২০ জনেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়েছিল।

সূত্র : আল জাজিরা